চায়ের আড্ডায় তো কত কিছুই হয়। তবে প্রান্তর দস্তিদারের জীবনের গুরুত্বপূর্ণ দুই ঘটনার সঙ্গে চা-যোগ আছে। রাজধানীর নিকেতনের এক দোকানে চা খেতে গিয়েছিলেন তিনি, সব সময় যেমন যান। নির্মাতা গৌতম কৈরীর এক সহকারী সেখানেই দেখেন প্রান্তরকে। ছবি তুলে পাঠিয়ে দেন নির্মাতাকে। প্রান্তর সেটা বুঝতেই পারেননি। নির্মাতার পছন্দ হয়। প্রান্তর অভিনয় করেন চরকির ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’-এ। ব্যস, এভাবেই ক্যামেরার পেছনে কাজের স্বপ্নে বিভোর প্রান্তরের অভিনয়ের শুরু।
‘আন্তঃনগর’-এ তাঁর জুটি ছিলেন নিদ্রা নেহা। কাজ করতে করতে দুজনের প্রেম হয়, এরপর বিয়ে। চা খেতে গিয়ে অভিনয়ের সুযোগ আর সেই সূত্রে মনের মানুষ খুঁজে পাওয়া—দুইই হয়েছে প্রান্তরের। তাই এ কথা বলাই যায়, ভাগ্যিস চা খেতে গিয়েছিলেন প্রান্তর!