২০২২ সালের ১২ নভেম্বর কন্যা সন্তানের মা হন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। একই বছরের ৬ নভেম্বর মেয়ের মা হয়েছিলেন আলিয়া ভাট। তাদের দুই সন্তানের বয়সই এখন ১ বছর ৭ মাস। এখন দুই স্টারকিডকে নিয়ে যেন কৌতূহলের শেষ নেই। সামাজিক মাধ্যমে খুদেদের কীর্তিকলাপ দেখেই মজে থাকেন অনুরাগীরা।
এদিকে বিপাশা কন্যা দেবী বাসু সিং এর থেকে মাত্র ছয় দিনের বড় রাহা কাপুর। তাই একসঙ্গে কাজ না করলেও বেশ সখ্যতা গড়ে উঠেছে বিপাশা-আলিয়ার মাঝে।