বিভিন্ন কাজে ও অ্যাসাইনমেন্টে লেখালিখি করতে অথবা সম্পাদনা করতে গুগল ডকস ব্যবহার করা হয়। এ ওয়ার্ড প্রসেসর প্রায় সব ধরনের ডিভাইসেই কাজ করে।
একটি লেখা টাইপ করার সঙ্গে সঙ্গে গুগল ডকস স্বয়ংক্রিয়ভাবেই নতুন পৃষ্ঠা যোগ করে। তবে, অনেক সময় সম্পাদনা করার জন্য বা ভুল ঠিক করার জন্য একটি পৃষ্ঠা মুছে ফেলতে হতে পারে।
ডকসে একটি বা একাধিক পৃষ্ঠা মুছে ফেলার সবচেয়ে সহজ উপায় হল, পৃষ্ঠার লেখা হাইলাইট করে কিবোর্ডের ব্যাকস্পেস অথবা ডিলিট বোতামে চাপ দেওয়া। কোনও পৃষ্ঠায় লেখা না থাকলেও ডিলিট না হলে এটি লুকানো পেইজ ব্রেকের কারণে হতে পারে।