‘কথা মানুষকে কাছে টানে, কথা মানুষকে দূরে ঠেলে দেয়। কথা মানুষকে বন্ধু করে। কথা মানুষকে শত্রু করে।’ রবীন্দ্রসাধক ওয়াহিদুল হকের এই কথা থেকে শুধু নয়, আমাদের দৈনন্দিন জীবনের যাপন থেকেও আমরা হামেশাই উপলব্ধি করতে পারি, মানুষের সঙ্গে মানুষের সংযোগ এবং মানুষের কাছে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে কথা কতটা গুরুত্বপূর্ণ। কথা যদি হয় সুন্দর ও সাবলীল, তাহলে তা মানুষের ব্যক্তিত্বে দান করে অন্য রকম সৌকর্য। আবার সেই কথাই যদি হয় জড়ানো ও অসম্পূর্ণ, তাহলে তা মানুষের ব্যক্তিত্বকে করে দেয় ম্লান।
বক্তৃতা হোক বা নিবিড় কোনো আলাপচারিতা—সুন্দর করে কথা বলা মানুষের কদর সর্বত্র।
শুধু সুন্দর করে কথা বলতে না পারার নেতিবাচক প্রভাব পড়তে পারে নিজের পেশাগত ও ব্যক্তিজীবনেও। কারণ, নিজেকে ঠিকভাবে তুলে ধরা এবং মনের ভাব বা বক্তব্য প্রকাশ করার প্রথম ধাপই হলো কথা।
আবৃত্তিকার মাসকুর-এ-সাত্তার বলেন, মানুষের পারস্পরিক যোগাযোগের প্রধান অবলম্বন হচ্ছে কথা। চর্চা বা অনুশীলনের মধ্য দিয়ে সুন্দর করে কথা বলার অভ্যাস করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, কোনোক্রমেই তা যেন আরোপিত বা কৃত্রিম না হয়ে যায়।