ডেঙ্গু এখন একটি আতঙ্কের নাম। সাধারণত বর্ষায় এর প্রকোপ বাড়ে। এ বছর বর্ষা শুরু হয়েছে, কিন্তু এখনো ডেঙ্গু নিয়ে সতর্কতামূলক কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। যখন ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যাবে ও হাসপাতালগুলো ভরে যাবে, তখন হয়তো সবার টনক নড়বে। এখনই সময় ডেঙ্গুর সম্ভাব্য আক্রমণ সম্পর্কে সতর্ক হওয়া।
লক্ষণ
জ্বর (১০১-১০৪ ডিগ্রি), শরীরব্যথা, মাথায় তীব্র যন্ত্রণা, চোখব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, ক্ষুধামান্দ্য, বমি বমি ভাব, বমি করা, গলাব্যথা, কাশি, ত্বকে দানা ইত্যাদি ডেঙ্গুর সাধারণ লক্ষণ। তবে পরিচিত লক্ষণ ছাড়াও কিন্তু ডেঙ্গু হতে পারে। তাই এ মৌসুমে জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করা উচিত। তীব্র ডেঙ্গু রোগের লক্ষণ হলো প্রচণ্ড পেটব্যথা, ক্রমাগত বমি, অনিয়ন্ত্রিত পাতলা পায়খানা, রক্তক্ষরণ, দ্রুত শ্বাসপ্রশ্বাস, নিস্তেজ হওয়া, বিরক্তি ও অস্থিরতা।