দীর্ঘ ১৯ মাস ১৪ দিন পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কমিটিতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম না থাকায় মহানগর আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, কমিটি গঠনে পক্ষপাতা করা হয়েছে।
এদিকে পদ-পদবি পাওয়া নেতা ও তাঁদের কর্মী–সমর্থকেরা বলছেন, দীর্ঘদিন পরে হলেও সময়োপযোগী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ভবিষ্যতে মহানগর আওয়ামী লীগের যেকোনো কর্মসূচি সফল করতে পারবে।