বিয়েবাড়ি হোক বা কোনও পার্টিতে যাওয়ার নাম উঠলেই সাজগোজের কথাও আসে। এসব অনুষ্ঠানে নিজেকে সেরা দেখাতে চান সকলেই। তাই অনুষ্ঠান বাড়িতে নজর কাড়তে করেন মেকআপও। পাউডার, ক্রিম, কাজল এবং লিপস্টিক দিয়ে চলে সাজসজ্জা। এদিকে মুখের মেকআপেই কিন্তু শেষ হয়ে যায় না। মহিলাদের কিন্তু হেয়ার স্টাইলেও নজর দিতে হয়। তবেই না সকলে ঘুরে ঘুরে দেখবেন।
এখন সেজন্যই মেকআপ আর্টিস্টের পাশাপাশি আলাদা করে হেয়ার স্টাইলিস্টেরও জনপ্রিয়তা বেড়েছে। তাঁরা নানা চোখ ধাঁধানো হেয়ার স্টাইলের ছবি পোস্টও করছেন সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে কিছু হেয়ার স্টাইল অনেকের মনে ধরে। ফলে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ঘুরে বেড়ায় সেগুলি। তবে এবার এমন এক হেয়ার স্টাইল ভাইরাল হল ইন্টারনেটে যা দেখে হতবাক হবেন আপনিও। সম্প্রতি ইরানের এক হেয়ার স্টাইলিস্ট এক মডেলের চুলকে 'টিপট' বানিয়ে দিয়েছেন। আর এই রূপান্তরের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট থেকে পোস্টও করেন। মুহূর্তে তা ভাইরালও হয়ে যায়।