আমাদের সকলেরই স্কুল জীবনের সঙ্গে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। দল বেঁধে স্কুলে যাওয়া। বন্ধু-বান্ধবদের সঙ্গে একসঙ্গে টিফিন ভাগ করে খাওয়া। স্কুল ছুটির পর একসঙ্গে দল বেঁধে ফেরা। এর মাঝে চুরমুর আর হজমিগুলিও অবশ্যই রয়েছে। এদিকে এসব হাসি-মজা-আনন্দ যেমন ছিল স্কুলে, তেমনই ছিল পরীক্ষার ভয়ও। কিছু কৃতী ছাত্র-ছাত্রী প্রত্যেক পরীক্ষাই দিত আত্মবিশ্বাসের সঙ্গে। অনেকের আবার কিছু ভয়ের বিষয়ও ছিল। এর মধ্যে অঙ্কের নামে গায়ে জ্বর আসত অনেকের। ফলে পরীক্ষাতেও লাড্ডু নিয়েই ফিরতে হয়েছে অনেককে।
তবে অঙ্ক করতে না পারায় কখনও কবিতা লিখে আসার কথা ভেবেছেন? এবার পরীক্ষার খাতা দেখতে গিয়ে এমন খাতাই পেলেন এক মাস্টারমশাই। যার ভিডিয়ো তিনি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।