এশিয়ার দ্রুত বর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্বিতীয় বছরের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট’। এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ এন্ডলেস পসিবিলিটিজ’।
এ উপলক্ষে দেশের আটটি উল্লেখযোগ্য স্টার্টআপের শীর্ষ প্রতিনিধি এবং আরও কিছু ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং ইকোসিস্টেম বিল্ডার স্টেকহোল্ডারকে নিয়ে গত ২৭ জুন ঢাকায় অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ ফাউন্ডারস মিট’।