বুরকিনা ফাঁসো সীমান্তে সামরিক বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার জবাবে আকাশ ও স্থলপথে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী বলেছে, সামরিক এই অভিযানে ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন।
নাইজারের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৫ জুন সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট পশ্চিম নাইজারের তেরা অঞ্চলে ২০ সৈন্য ও এক বেসামরিক নাগরিককে হত্যা করেছে।