যুক্তরাজ্যের নর্দাম্পটনশায়ারের উইনউইকে বাস করেন ৮০ বছর বয়সী থমাস জুন। দীর্ঘ ৫০ বছর ধরে তার বাড়িটি দেশটির সাধারণ নির্বাচনের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই কথা শুনলে যে কারও হয়তো মনে হতে পারে যে থমাস জুনকে তাহলে হয়তো ভোট দিতে আর বাইরে যেতে হয় না। নিজের বাড়িতে ভোটকেন্দ্র থাকলে কারও কি আর বাইরে গিয়ে ভোট দেওয়ার প্রয়োজন আছে? কিন্তু এক্ষেত্রে তার কপাল খারাপই বলা চলে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভিন্নধর্মী ভোটকেন্দ্রগুলোর মধ্যে এটি একটি। ভেভেন্ট্রি নির্বাচনী এলাকায় থমাসের বাড়িটি উইনউইকের ভোটকেন্দ্র হিসেবে প্রায় অর্ধশতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে।