নব্বইয়ের দশকে বলিউডে রোমান্টিক, অ্যাকশনধর্মী নানা ধরনের সিনেমা হচ্ছিল। এর অনেকগুলোই ছিল ‘অতি অভিনয়’ আর ‘বাস্তবতাবিবর্জিত’ দোষে দুষ্ট। তবে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘সত্য’ বদলে দেয় হিন্দি সিনেমার চেনা চিত্র। ক্রাইম ঘরানার এই সিনেমায় মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের যে বাস্তব চিত্র উঠে এসেছিল, তা ‘সত্য’-এর আগে খুব কম ছবিতেই দেখা গেছে।
বিনোদনের অনেক উপাদান মজুত, সঙ্গে শৈল্পিক নির্মাণ—পরে তাই সর্বকালের সেরা হিন্দি সিনেমাগুলোর একটির স্বীকৃতি পেয়েছে ছবিটি। ৩ জুলাই ‘সত্য’ মুক্তির ২৬ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে সিনেমাটির কিছু ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেতা মনোজ বাজপেয়ী লিখেছেন, ‘মুম্বাইয়ের রাজা আসলে কে?’ খবর মুম্বাই মিররের