৪৮৪ আসন পেতে পারে লেবার পার্টি

যুগান্তর প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ১১:৫৭

আজ যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন। ভবিষ্যৎ ব্রিটেন পরিচালনার চাবি কার হাতে যাবে-এরই মধ্যে তা ভেবে নিয়েছেন দেশটির সাধারণ জনগণ। নির্বাচনের ঠিক আগেই করা হয়েছে জরিপ। সেই জরিপে দেখা যাচ্ছে, এবারের নির্বাচনে দীর্ঘ ১৪ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে লেবার পার্টি। অন্যদিকে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ক্ষমতাসীন সুনাকের করজারভেটিভ পার্টির। দ্য গার্ডিয়ানের জরিপ অনুসারে, ২ জুলাই পর্যন্ত অন্তত ৪০ দশমিক ৩ শতাংশ ভোটার কিয়ের স্টারমারের নেতৃত্বে লেবার পার্টিকে বেছে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। বিপরীতে ঋষি সুনাকের নেতৃত্বে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে বেছে নেওয়ার পক্ষে মত দিয়েছেন মাত্র ২০ দশমিক ৭ শতাংশ ভোটার, যা লেবার পার্টির প্রায় অর্ধেক। আলজাজিরা, রয়টার্স, বিবিসি।


লেবার ও কনজারভেটিভ পার্টির বাইরে বড় একটি অংশের ব্রিটিশ ভোটার লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে বেছে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। এই দলের পক্ষে মত দিয়েছেন ১১ দশমিক ৩ শতাংশ ভোটার। বিপরীতে রিফর্ম ইউকে পার্টি ও গ্রিন পার্টির পক্ষে মত দিয়েছেন যথাক্রমে ১৬ এবং ৫ দশমিক ৮ শতাংশ ভোটার। প্রায় দেড় মাস নির্বাচনি প্রচারণা শেষে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এই নির্বাচনে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেট, গ্রিন পার্টি, রিফর্ম পার্টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টিসহ ছোট-বড় আরও ৯৮টি দল অংশগ্রহণ করছে। এছাড়াও নিবন্ধিত দলের সংখ্যা ছিল ৩৯২টি। হাউজ অব কমন্সের ৬৫০টি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত স্বতন্ত্র প্রার্থীসহ রেকর্ড সংখ্যক ৪ বছর ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলকে জিততে হবে ৩২৬টি আসন। জরিপ মতে, সেই ৬৫০ আসনের মধ্যে ৪৮৪ আসনই লেবার পার্টির হতে পারে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us