সারি সারি অ্যাম্বুলেন্স, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের দ্রুত পায়ে বাস থেকে নেমে আসা, জুতো-স্যান্ডেলের স্তূপ, টিভি সাংবাদিকদের সরাসরি রিপোর্টিং আর এসবের মধ্যেই হারিয়ে যাওয়া প্রিয়জনদের খুঁজতে থাকা মানুষের ভিড়। মঙ্গলবার (২ জুলাই) রাতে এমনটাই ছিল ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালের দৃশ্য।
এর কয়েক ঘণ্টা আগে একটি ধর্মীয় জমায়েতে পদপিষ্ট হয়ে এখন পর্যন্ত ১২২ জনের মৃত্যুর পেছনের কাহিনী শুধু ওইটুকুতেই সীমাবদ্ধ নয়।