বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসান (ছদ্মনাম)। তাঁর বড় ভাই ইকবাল একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। আহসান ও ইকবালের বয়স পার্থক্য পাক্কা আট বছর। কিছুটা তো বড়-ছোটর দূরত্ব আছেই। আহসানের বিশ্ববিদ্যালয়ে পড়েন সাদিয়া। সাদিয়ার সঙ্গে বড় ভাই ইকবালের প্রেমের সম্পর্ক তিন বছরের। বড় ভাইয়ের প্রেমের কথা প্রথম দিকে গোপন থাকলেও এখন সবাই জানে। বড় ভাইয়ের প্রেমিকা সাদিয়ার সঙ্গে ক্যাম্পাসে প্রায়ই দেখা হয় আহসানের। এই সময়ে আহসান কী বলবে, কেমন আচরণ করবে, তা নিয়ে বেশ দ্বিধায় থাকেন। ভাইয়ের প্রেমিকার সঙ্গে কেমন আচরণ করবেন, তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। এমনই কিছু দ্বিধা থেকে সম্পর্ক উন্নয়ন করবেন কীভাবে, সেটাই জেনে নিন।
সব সম্পর্ককে শ্রদ্ধা করুন
সম্পর্ককে শ্রদ্ধা করুন প্রথম থেকেই। ভাইয়ের প্রেমিকা হোক বা ভালো বন্ধু, সব সম্পর্ককে শ্রদ্ধা করতে হবে। বড় ভাইয়ের প্রেমিকাকে প্রথমত শ্রদ্ধা করুন, তারপর সম্পর্কের খাতিরেও সম্মান দিন। আরেকটি বিষয় মনে রাখা জরুরি, নিজের পছন্দ–অপছন্দকে এখানে গুরুত্ব দেওয়া যাবে না। আপনার বড় ভাইয়ের প্রেম-ভালোবাসার সম্পর্ক একান্তই তাঁর। সেখানে আপনার মতামত বা ভাবনাকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবেন না। আপনার পছন্দের চেয়ে আপনার ভাইয়ের পছন্দ ও তাঁর ভালো থাকা এখানে গুরুত্বপূর্ণ।