সুস্থতা ও স্বস্তির জন্য এসির কোনো বিকল্প নেই। একটা সময়ে এসির ব্যবহার ছিল অনেকটা বিলাসিতার মতো। কিন্তু সময়ের বিবর্তনে এসি ব্যবহার এখন আর বিলাসিতা নয়, বরং নিত্যদিনের চাহিদার অংশ।
পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা, এনার্জি সেভিংস, আরামদায়ক ও সর্বনিম্ন সার্ভিস কমপ্লেইন—এসি কেনার আগে এ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হয়। আর প্রতিটি বিষয়কে গুরুত্বসহকারে বিবেচনা করে এসি উৎপাদন করছে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড যমুনা। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ার কন্ডিশনার এসি ছিল আমাদের শহুরে জীবনের বিলাসী অনুষঙ্গ। কিন্তু সময়ের পরিক্রমায় জীবনযাপনে পরিবর্তনের ফলে এসি এখন আমাদের যাপিত জীবনের খুবই প্রয়োজনীয় একটি উপকরণ। তাছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অঞ্চলে গরমের তীব্র তাপ-দাহের ফলে দিন দিন এসির চাহিদা ব্যাপক হারে বাড়ছে। তবে গ্রাহকের কাঙ্ক্ষিত পণ্যটি কেনার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ দিকগুলো বিবেচনায় নিতে হবে।