দেশে চলমান ডলার সংকটের কারণে রিজার্ভ থেকে ব্যাংকগুলোকে সাপোর্ট দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। মূলত আমদানি বিল মেটাতে হিমশিম খাওয়ায় ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করা হচ্ছে। সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে রিজার্ভ থেকে কেন্দ্রীয় ব্যাংক মোট ১২ দশমিক ৭৯ বিলিয়ন বা এক হাজার ২৭৯ কোটি ডলার বিক্রি করেছে। অন্যদিকে ব্যাংকগুলোকে ডলার সরবরাহের বিপরীতে বাজার থেকে সমপরিমাণ টাকা সংগ্রহ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছর থেকে রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে বাংলাদেশ ব্যাংক। ২০২১-২২ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করেছিল। ২০২২-২৩ অর্থবছরে বিক্রি করে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। আর সবশেষ ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকগুলোকে দিয়েছে ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।