নর্থ ক্যারোলাইনার একটি টেক্সটাইল মিলের ইঞ্জিনিয়ার স্টুয়ার্ট ক্র্যামার ১৯০৬ সালে বায়ু চলাচলের জন্য একটি যন্ত্র তৈরি করেন। যে যন্ত্র টেক্সটাইল প্ল্যান্টের বাতাসের সঙ্গে জলীয়বাষ্প যোগ করত।
এতে সুতা ছিঁড়ে যাওয়া রোধ করা সহজ হয়। স্টুয়ার্ডই প্রথম এই প্রক্রিয়াকে ‘এয়ার কন্ডিশনার (এসি)’ বলে ডাকেন।