বিশ্বকাপের বিমানে উঠেছিলেন দেশের পেস বোলিংয়ের মূল বোলার হিসেবে। কিন্তু ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই একেবারে শেষ বলে আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন শরিফুল ইসলাম। স্বাভাবিকভাবেই মিস করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ। ধারণা করা হয়েছিল, পরবর্তীতে ঠিকই দেখা যাবে তাকে।
কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপে লাল-সবুজের জার্সিতে মাঠে নামা হয়নি শরিফুলের। বিশ্বকাপের পর শরিফুল ব্যস্ত নতুন অধ্যায়ে। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে কয়কদিন আগে দেশ ছেড়েছিল টাইগার তিন ক্রিকেটার। আজ বুধবার দেশ ছাড়লেন পেসার শরিফুল ইসলাম।