আমরা মানুষেরা খুব বিচিত্র। খুব ছোট কোনো কারণেই অনেক বেশি আনন্দিত হয়ে উঠি, আবার কোনো কারণ ছাড়াই মন খারাপের দাওয়াই তলানি পর্যন্ত পান করে বসে থাকি। নিজের আয়নায় না, অন্যের চোখের আয়নায় নিজেকে দেখাটাই বড় হয়ে যায়।
ধরা যাক, খুব আনন্দ নিয়ে কোনো একটা কাজ করছে কেউ (সেটা অসময়ে কোনো নবীন লেখকের বই পড়া বা অকারণে জানালায় বসে থাকার মতো ক্ষুদ্র কিছুও হতে পারে)। দূর থেকে চেনা বা অচেনা মানুষেরা বলে বসবে, ‘কোনো মানে আছে! কাজের কাজ না করে এই সব কী?’