ঢাকা শহরটি কেউ ভালোবাসি না শুধু ব্যবহার করি

জাগো নিউজ ২৪ শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ১৩:৪০

মাঝে মাঝে সন্দেহ হয় যে ঢাকার বাতাসে হয়তো কোনো মাদকতা ছড়ানো আছে। তা না হলে ‘বসবাসের অযোগ্য’ এই শহরটি আমাদের এত টানে কেন? এত অনুযোগ ও অভিযোগ থাকার পরও কেন পালাতে পারছি না এই শহর ছেড়ে? একবার এই দূষিত শহরে যারা বসতি গড়েছেন, তারা বড়ধরনের কোনো বিপদে না পড়লে এই শহর ছেড়ে যেতে চান না।


মানুষের রুটি-রুজির সংস্থান হয় এই শহরে। এভাবেই মানুষ বাড়তে বাড়তে ঢাকার জনসংখ্যা এখন প্রায় সাড়ে চার কোটি। বর্ধিত জনসংখ্যার জন্য আবাসন ও খাদ্য চাহিদা মেটাতে গিয়ে ঢাকা নামক এই মেগাসিটি বা অতিমহানগরীর নিজেরই শ্বাস বন্ধ হতে চলেছে, সে অন্যকে শ্বাস নেওয়ার সুযোগ করে দেবে কীভাবে? জনসংখ্যা অনুপাতে মহানগরীর কোনো সুযোগ-সুবিধাই নিশ্চিত করতে পারেনি ঢাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us