প্রচন্ড বৃষ্টির মধ্যে ডুবে যাচ্ছে রাস্তাঘাট। তারই মাঝে বুলডোজার চালিয়ে তৈরি হচ্ছে পিচের রাস্তা! কি ভাবছেন? এটা কি করে সম্ভব? ডিজিটাল যুগে মনে হয় সবই সম্ভব! একদিকে আকাশ ভাঙ্গা বৃষ্টি। তারই মাঝে রাস্তা তৈরির কাজ করছেন শ্রমিকরা। হরিয়ানার কর্নালের এমন ভিডিয়ো দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলেই। তবে এই ভিডিয়োটি কবে ক্যাপচার করা হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, এত প্রবল বৃষ্টি হচ্ছে যে, আশপাশের রাস্তাঘাট জলে ভরে গিয়েছে। কিন্তু বৃষ্টিকে তোয়াক্কা না করেই চলছে রাস্তা তৈরীর কাজ। ব্যালাস্ট ও বিটুমিন তৈরির মেশিনও চালু রয়েছে সেখানে। টানা বর্ষণের মাঝেই রাস্তা নির্মাণের কাজ চলছে পুরোদমে। আরও আশ্চর্যের বিষয় হল, আলকাতরার উপর জল পড়ছে এবং তা থেকে ক্রমাগত ধোঁয়া বের হচ্ছে।