রত্নাগিরির চিপলুনের চিনচানাকা এলাকায় দেখা মিলল একটি বিশালাকৃতি কুমিরের। রত্নাগিরির চিপলুনে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই কুমির। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভয়ানক এবং আক্রমণাত্মক এই জলজ প্রাণীর এমন স্থলে বিচরণ দেখে ভয়ে প্রাণ যায় যায় অবস্থা পথচারীদের। রাস্তার মধ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা এবং যাওয়া আসা করা গাড়িচালকরা ভয়েই অস্থির। তারপর যা হল...
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কুমিরের একটি ভিডিয়ো। না, কুমিরকে খাবার খাওয়ানো কিংবা তাদের রোদ পোহানোর ভিডিয়ো নয়। এই ভিডিয়ো একেবারে জনবহুল এক শহরের। রত্নাগিরির চিপলুনের চিনচানাকা এলাকার রাস্তায় হেঁটে বেড়াচ্ছে কুমির! দেখে চক্ষু চড়ক গাছ সকলের! তাহলে একবার ভাবুন তো, ওই রাস্তার পথচারীদের কি অবস্থা। কুমিরের এমন রাস্তায় ঘুরে বেড়ানোর ঘটনা চোখে পড়তেই ব্যাপক ভয়ের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।