দোহার আল তুমামা স্টেডিয়ামের টানেল ধরে চোখ মুছতে মুছতে মাঠ ছেড়ে যাচ্ছেন একজন ক্রিস্টিয়ানো রোনালদো। কান্না যাঁর বাঁধ ভেঙেছে আরও আগে। সেদিনের সেই কান্নার দায় পুরোটা তাঁর নিজের ছিলও না। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে চেষ্টা করেছিলেন রোনালদো, বেঞ্চ থেকে নেমে সেদিন দলকে জেতাতে পারেননি।
কিন্তু গতকাল রাতে ফ্রাঙ্কফুর্টে পর্তুগাল যদি শেষ পর্যন্ত স্লোভেনিয়ার কাছে হেরে বিদায় নিত, তার দায় পুরোটাই হয়তো দেওয়া হতো রোনালদোকে। ম্যাচের ১০৫ মিনিটে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হওয়ার পর দলের হারের সম্ভাব্য কারণ হওয়াটা যেন মানতেই পারছিলেন না রোনালদো। কাঁদলেন শিশুর মতো। শত সান্ত্বনাও যেন সেই কান্না থামাতে পারছিল না।