অভিনেতা মুকুল সিরাজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ৩০ জুন দিনগত রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় বলে জানা গেছে।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, আগের তুলনায় এখন কিছুটা সুস্থ আছেন মুকুল। আজ (২ জুলাই) তার এনজিওগ্রাম করানো হবে।