ঐযে দেখা যাচ্ছে! ত্রিভূজের আকৃতির তিনটি তারা জ্বলজ্বল করছে? সবচেয়ে বড় এবং উজ্জ্বল তারাটি হচ্ছে লিরা নক্ষত্রমণ্ডলির ভেগা, যার বাংলা নামকরণ ‘অভিজিৎ’।
আর পূর্ব-দক্ষিণ দিকের উজ্জ্বল তারাটা?
একুইলা নক্ষত্রমণ্ডলির আলতেয়ার। আর ঐযে দেখা যাচ্ছে, এদের দুজনের উত্তর-পূর্ব দিকের তারাটি, সিগনাস নক্ষত্রমণ্ডলির দেনেব। এই তিনটি নক্ষত্র নিয়ে কল্পিত ত্রিভুজটি পরিচিত সামার ট্রায়াঙ্গল নামে।