টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ফাইনাল খেলা পাকিস্তান এবার বিদায় নেয় গ্রুপপর্ব থেকেই। হেরে বসে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষেও। যা নিয়ে দেশে ব্যাপক সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পাকিস্তানকে। আর এই অবস্থায় অনুসন্ধান করা হচ্ছে ঠিক কি কারণে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের এই ভরাডুবি। এমন অবস্থায় পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুলেছেন দলের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি।
বিশ্বকাপে পাকিস্তান ঠিক কোথায় ভুল করেছিল। আগামীতে ভালো করতে হলে কোথায় ভালো করতে হবে পাকিস্তানকে সে সব নিয়ে লন্ডনে সাংবাদিকদের সঙ্গে নিজের ভাবনা শেয়ার করেছেন আফ্রিদি। এসময় পাকিস্তান দলের বেশ কিছু দুর্বলতার নিয়ে কথা বলেন তিনি।