‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির অনেক শিল্পীই পারিশ্রমিক পাননি—কয়েক দিন ধরে বলিউডে এমন বিতর্ক চলে আসছে। প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টের জ্যাকি ভাগনানি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
তিনি জানান, অভিনেতা অক্ষয় কুমার তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন। খবর হিন্দুস্তান টাইমসের
এক বিবৃতিতে জ্যাকি জানান, অক্ষয় ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির পারিশ্রমিক নেবেন না, যতক্ষণ না ছবির সবাই পারিশ্রমিক বুঝে পান।