বাংলাদেশি অভিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্য করে সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তার এই মন্তব্যের পর সেখানকার বাংলাদেশি কমিউনিটিতে চরম অসন্তোষ তৈরি হয়েছে। প্রতিবাদ জানিয়েছেন দলটির বাংলাদেশি বংশোদ্ভূত নেতারাও।
নির্বাচনের আগে এমন ঘটনায় কিছুটা বিপাকে পড়েছে দলটি। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় ভোটের লড়াইয়ে পিছিয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। তীব্র অসন্তোষের মুখে নিজের সুর কিছুটা নরম করেছেন এই রাজনীতিবিদ।