ইউটিউবে নিজস্ব চ্যানেল চালু করে বিভিন্ন বিষয়ের ভিডিও প্রকাশ করেন অনেকেই। কিন্তু নিয়মিত মানসম্পন্ন ভিডিও প্রকাশ করার পরও চ্যানেলের গ্রাহক বা সাবস্ক্রাইবারের সংখ্যা কম থাকার কারণে তাদের তৈরি ভিডিওর দর্শকসংখ্যা (ভিউ) কম হয়ে থাকে। এবার কম গ্রাহক থাকা চ্যানেলের ভিডিও জনপ্রিয় করতে ‘হাইপ’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব। বর্তমানে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
ইউটিউবের তথ্যমতে, এ সুবিধা চালু হলে কম গ্রাহক থাকা চ্যানেলের ভিডিওগুলোর নিচে লাইকের মতো ‘হাইপ’ নামের একটি বাটন দেখা যাবে। ভিডিও দেখার পর দর্শকেরা হাইপ বাটনে ক্লিক করলে অন্য ব্যবহারকারীদের নিউজফিডে ভিডিওটি দেখার জন্য পরামর্শ দেবে ইউটিউব। এর ফলে কম জনপ্রিয় চ্যানেলের ভিডিওগুলো বর্তমানের তুলনায় আরও বেশিসংখ্যক দর্শক দেখবেন বলে ধারণা করা হচ্ছে। কম গ্রাহক থাকা চ্যানেলের নির্মাতারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে এ সুবিধা ব্যবহার করতে পারবেন।