পণ্য রপ্তানিতে ভর্তুকি থেকে বেরিয়ে আসতে পাঁচ মাসের ব্যবধানে আবারও ৪৩ খাতে নগদ সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাতভেদে এবার নগদ সহায়তা কমবে সর্বোচ্চ ৫০ শতাংশীয় পয়েন্ট। নতুন এই সিদ্ধান্ত আজ সোমবার শুরু হওয়া ২০২৪-২৫ নতুন অর্থবছরে প্রযোজ্য হবে। প্রথম ধাপে গত ফেব্রুয়ারিতে খাতভেদে নগদ সহায়তা ১০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছিল।
একাধিক খাতের রপ্তানিকারকেরা বলছেন, একদিকে ব্যবসার খরচ বাড়ছে, অন্যদিকে প্রণোদনা কমছে। এতে পণ্য রপ্তানিতে দেশীয় কারখানাগুলোর প্রতিযোগিতা সক্ষমতা কমবে। তাতে অনেক কারখানা বন্ধ হওয়ার শঙ্কাও আছে।