দুই যুগের প্রকল্পটি শেষ হচ্ছে আজ, যেভাবে চলবে ওসিসি ও হেল্পলাইন ১০৯

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ১২:৪৭

নারী নির্যাতন প্রতিরোধে সরকারের সবচেয়ে বড় কার্যক্রম হিসেবে ২৪ বছর আগে শুরু হয়েছিল প্রকল্পটি। আজ ৩০ জুন (রোববার) শেষ হচ্ছে দীর্ঘ দুই যুগের এ প্রকল্প। এ অবস্থায় প্রশ্ন উঠছে, নারী নির্যাতন প্রতিরোধে নেওয়া কার্যক্রমগুলো কি তাহলে বন্ধ হয়ে যাবে?


২০০০ সালে ডেনমার্কের সহায়তায় ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’ শিরোনামে এ প্রকল্প শুরু করেছিল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। দুই বছর আগে ডেনমার্কের সরকারি সংস্থা ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (ডানিডা) প্রকল্প থেকে সরে যায়। এরপর প্রকল্পের ব্যয় কমাতে শুরু করে মন্ত্রণালয়। প্রকল্পের কর্মীদের ক্ষোভ-প্রতিবাদের মুখে দফায় দফায় সময় বাড়িয়ে মন্ত্রণালয় প্রকল্পটি চালু রাখে।


নির্যাতনের শিকার নারী ও শিশুদের চিকিৎসা প্রদান থেকে শুরু করে মামলা পরিচালনা পর্যন্ত সহায়তা দিতে ১৪টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), ৬৪ জেলায় ৬৭টি ওসিসি এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু করা ‘হেল্পলাইন ১০৯’–এর মতো কার্যক্রম চলছিল এ প্রকল্পের আওতায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us