অদ্ভুত আমাদের এ মাতৃভূমি। সরকারি কোনো নিয়মনীতি ছাড়াই যেন বাজারব্যবস্থা লাগামহীনভাবে এগিয়ে চলেছে। এখানে কোনো অর্থনৈতিক নিয়ম ছাড়াই বাজারদর নিমেষেই ওঠানামা করে। কখনো পরিবহনের দোহাই, কখনো বাজারে দ্রব্যের কম সাপ্লাই, আবার কখনোবা যেকোনো ধর্মীয় উৎসব সামনে রেখে এ দেশের কিছু অসাধু ব্যবসায়ী বাজারকে অস্থির করে তোলেন।
এ ক্ষেত্রে বাজারব্যবস্থা নিয়মিত মনিটরিংয়ের কথা বারবার বলা হলেও লোকবল এবং কিছু ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয় না।