কপিরাইট লঙ্ঘন, দুই এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ২০:৪৩

সুনো ও ইউডিও নামের দুটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনী উদ্যোগের (স্টার্টআপ) বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা ঠুকে দিয়েছে সংগীতজগতের সবচেয়ে বেশি রেকর্ড লেবেল রয়েছে, এমন কয়েকটি প্রতিষ্ঠান। এই স্টার্টআপ প্রতিষ্ঠান দুটি তাদের এআই সফটওয়্যারকে প্রশিক্ষিত করতে ‘অকল্পনীয় মাত্রায়’ কপিরাইট লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে। সুনো ও ইউডিওর এআই টুলে লিখিত নির্দেশনা (প্রম্পট) দিয়ে গান তৈরি করা যায়।


সুনো ও ইউডিওর বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক, ইউনিভার্সাল মিউজিক গ্রুপ (ইউএমজি), আটলান্টিক রেকর্ডস, ওয়ার্নার ব্রোস, ক্যাপিটাল রেকর্ডস এবং আরও কিছু প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে ভিন্ন দুটি মামলা করে রেকর্ডিং লেবেল থাকা প্রতিষ্ঠানগুলো। রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা (আরআইএএ) এ মামলার ঘোষণা দিয়েছে। এ ছাড়া সংগঠনটি কপিরাইট আইন লঙ্ঘনের ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি গানের জন্য দেড় লাখ মার্কিন ডলার দাবি করেছে। মামলায় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাদের কপিরাইট করা গান এআই মডেলকে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে। এর আগে ২০২৩ সালে আমাজনের মালিকানাধীন অ্যানথ্রোপিকের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন করে এআই চ্যাটবটকে প্রশিক্ষণের জন্য গান ব্যবহারের অভিযোগ এনে মামলা করে ইউনিভার্সাল।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us