‘সিক্যাফ সাইবার অপরাধপ্রবণতা-২০২৪’ প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে ৩ দশমিক ৬২ শতাংশ অপরাধ নতুন ধরনের ছিল, যাকে ‘অন্যান্য’ শ্রেণিতে রাখা হয়। পরের বছর ২০২৩ সালের প্রায় দ্বিগুণ পরিমাণে বেড়ে এটি ৬ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে। গুণিতক হারে বৃদ্ধির ধারায় এটি চলতি ২০২৪ সালের প্রথম ছয় মাসে ১১ দশমিক ৮৫ শতাংশে উন্নীত হয়েছে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) প্রকাশিত ‘বাংলাদেশ সাইবার অপরাধপ্রবণতা-২০২৪’ প্রতিবেদনে এই তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।
প্রতিবেদন উপস্থাপনার পাশাপাশি ‘স্মার্ট বাংলাদেশ: উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।