ইন্টারনেট অবকাঠামো ও নেটওয়ার্ক পেশাজীবীদের নিয়মিত সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে এ সেক্টরের শীর্ষ সংগঠন বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপ (বিডিনগ)।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)-এর সঙ্গে যৌথ আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির অষ্টাদশ সম্মেলন ও কর্মশালা।
১২-১৫ জুলাইয়ে আয়োজিত এবারের সম্মেলনে বিডিনগের দশকপূর্তী উদযাপনের পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে এতে এক দিনের সম্মেলন ও তিন দিনের কারিগরি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের নেটওয়ার্ক সিকিউরিটি, সেগমেন্ট রাউটিং এবং অ্যাডভান্সড বিজিপি এবং আইএক্সপি রাউটিং উইথ মাইক্রোটিক বিষয়ে প্রশিক্ষণের কথা জানিয়েছে সংগঠনটি।