ক্রিকেটে ‘চোকার্স’ ও দক্ষিণ আফ্রিকা লম্বা সময় ধরেই সমার্থক। বড় মঞ্চে স্নায়ুচাপ সামলাতে না পারার কারণেই এই নেতিবাচক বিশেষণটির ভার বহন করতে হচ্ছে দলটিকে। তবে আজ রাতে এই কটাক্ষ থেকে মুক্তি লাভের সুযোগ আছে প্রোটিয়াদের। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকাকে সে জন্য জিততে হবে শিরোপা।
দারুণ ছন্দে থাকা ভারতের মতো দলের বিপক্ষে কাজটা মোটেই সহজ হবে না। ফাইনাল নিয়ে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজের এক আলোচনায় বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকার স্নায়ুচাপে ভেঙে পড়া নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক ফাস্ট বোলার জহির খান। বলেছেন, প্রথমবার ফাইনাল খেলতে আসা দলের জন্য ভারতের মতো প্রতিপক্ষের চাপ সমলানো বেশ কঠিন হবে। পাশাপাশি অবশ্য দক্ষিণ আফ্রিকার বোলিং ও ব্যাটিং লাইনআপের প্রশংসাও করেছেন জহির।