যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে বিতর্কে অংশ নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিতর্কে বলতে গেলে হেরেই গেছেন বাইডেন। বর্তমান এই প্রেসিডেন্ট যতি নভেম্বরের নির্বাচনে হেরে যান, তাহলে এই বিতর্কের প্রথম ১০ মিনিটই দায়ী থাকবে।
সিএনএন বলছে, সবার আশা ছিল, এই বিতর্কের মূল বিষয় হবে নির্বাচনী প্রচারণা। কিন্তু অধিকাংশকে হতাশ করে দিয়ে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করার মধ্য দিয়েই শেষ হয়েছে ঐতিহাসিক এই বিতর্ক। আর বিতর্কে যৌক্তিক কোনো কথা তেমনভাবে বলতে না পারায় আসন্ন নির্বাচনে বাইডেনের দল ডেকোক্রেট ভয়াবহ বিপর্যয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।