বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো রান্নাঘর। অথচ, সব সময়ই এই রান্নাঘরের প্রতি একটা উপেক্ষা দেখা যায়। একটা সময় তেল-কালি মাখা ওই ঘরে দিনের বেশির ভাগ সময়টাই কাটাতেন মা, চাচিরা। কিন্তু দিন বদলেছে। ব্যস্ত ছোট্ট সংসারে এখন রান্নার সময় যেমন কম, তেমনই পরিসর কমতে কমতে এখন খাবার-বসার ঘরের পাশে একফালি জায়গায় এসে ঠেকেছে রান্নাঘরের স্থান।
এই ছোট জায়গাতেই এখন স্বামী-স্ত্রী মিলেই সেরে ফেলেন প্রতিদিনের রান্নাবান্না।