সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের ফিড পূর্ণ হয়ে যাচ্ছে এআই সতর্কবার্তায়; এমন অভিযোগের ভিত্তিতে এআই পোস্টগুলো লেবেল করার পদ্ধতি নতুন করে “মূল্যায়ন” করছে প্ল্যাটফর্মটির মালিক কোম্পানি মেটা।
অন্যান্য শীর্ষ প্রযুক্তি কোম্পানির মতো, মেটাও একটি সতর্কতা লেবেল যোগ করে নিজেদের প্ল্যাটফর্মে এআইয়ের তৈরি ছবি বা লেখা পোস্ট করার অনুমতি দিচ্ছে।
কোম্পানির নির্বাহীরা এটিকে কার্যকর উপায় হিসেবে দেখছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। তারা বলেছেন, এটি মানুষকে এআই ব্যবহারের অনুমতি দেওয়ার পাশাপাশি পোস্টের বাস্তবতার বিষয়ে দর্শকশ্রোতারা যেন সচেতন হন সেটিও নিশ্চিত করে।