প্লাস্টিক-দূষণ বিশ্বজুড়েই ভয়াবহ আকার ধারণ করেছে। এর কারণে হচ্ছে নানা শারীরিক সমস্যা। বাংলাদেশে প্লাস্টিক দূষণ দিনে দিনে আরও প্রকট হচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, দেশে খাদ্য গ্রহণের মাধ্যমে প্রতিদিন মানুষের শরীরে ১৭৩ দশমিক ৪ মিলিগ্রাম মাইক্রোপ্লাস্টিক ঢুকছে। আর শ্বাসপ্রশ্বাসের সঙ্গে গড়ে দিনে শরীরে ঢুকছে ১৭৩ দশমিক ৪টি প্লাস্টিক কণা।
আমেরিকান কেমিক্যাল সোসাইটি প্রকাশিত সাময়িকী এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গবেষণা নিবন্ধটি গত এপ্রিলে প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ১০৯টি দেশের তথ্যের ওপর গবেষণাটি করেছেন। খাবারে মাইক্রোপ্লাস্টিক গ্রহণের মাত্রা নির্ণয়ে তাঁরা জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) প্রধান খাদ্য বিভাগের মাধ্যমে ফল, শাকসবজি, প্রোটিন খাদ্য, শস্য, দুগ্ধজাত পণ্য, পানীয়, চিনি এবং লবণ ও মসলার দৈনিক গ্রহণের পরিমাণ হিসাব করেছেন। মাইক্রোপ্লাস্টিকের ভর ও ঘনত্বের সঙ্গে কণার সংখ্যা তুলনা করে খাদ্যে প্লাস্টিক কণার মাত্রা ও শ্বাসপ্রশ্বাসের সঙ্গে এই কণা গ্রহণের পরিমাণ নির্ণয় করা হয়েছে।