পথচারীরা যাতে পথ নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন না করেন, তার জন্য প্রতি মুহূর্তে তৎপর ট্রাফিক পুলিশ কর্মীরা। বিশেষ করে রাস্তা পারাপার করার সময় ট্রাফিক আইন মেনে না চললে, মুহূর্তেই বিপদ ঘনিয়ে আসতে পারে জীবনে। তাই রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সব সময় ট্রাফিক আইন মেনে চলাফেরা করাই উচিত।
এবার সোশ্যাল মিডিয়ায় একটি ষাঁড়কে দেখা গেল ট্রাফিক আইন মেনে চলতে। কী অবাক হচ্ছেন তো? বর্তমানে মানুষ যেখানে ট্রাফিক আইন লঙ্ঘন করতে ব্যস্ত, সেই জায়গায় একটি ষাঁড় কিনা ট্রাফিক আইন মেনে রাস্তায় চলছে! শুনতে বিষয়টা অবাক লাগলেও, এটাই সত্যি। রাস্তা পারাপার করার সময় জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে যাওয়ার পরামর্শ দেওয়া হয় পথচারীদের। কিন্তু সে কথায় আর পাত্তা দিচ্ছে কে?