টালিপাড়ার যেসব অভিনেত্রীরা গ্ল্যামার এবং স্টাইলিংয়ের জন্য লাইমলাইটে থাকেন তাদের মধ্যে অন্যতম হলেন নুসরাত জাহান। সম্প্রতি নতুন এক লুকে ধরা দিয়েছেন তিনি। কখনও তাক লাগিয়েছেন সাদা ড্রেসে, কখনও আবার মিনি স্কার্টে। আর প্রতিটি পোশাকেই তাকে ফুটিয়ে তুলেছে নতুন রূপে।
নুসরাত যে পোশাকেই আসুক, ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটপাড়ায়। কখনও তিনি এথনিকে ফটোশ্যুটে করেন, আবার কোনো কোনো সময়ে ধরা দেন চমৎকার পশ্চিমা পোশাকে। আর প্রতিবারই অনুরাগীদের মন জিতে নেন!