জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় কয়েক বছর ধরেই বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা ও উৎপাদন বাড়ছে। আর তাই টেসলা, বিওয়াইডিসহ বিশ্বের বড় প্রায় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের সরকারও বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য উৎসাহ দিচ্ছে। কিন্তু বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়লেও ক্রেতাদের অনেকেই এসব গাড়ি ব্যবহার করে অসন্তুষ্ট বলে জানিয়েছে গবেষণাপ্রতিষ্ঠান ম্যাকিঞ্জি।
প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, অপর্যাপ্ত চার্জিং স্টেশনের পাশাপাশি প্রযুক্তিগত সমস্যা ও সফটওয়্যারজনিত ত্রুটির জন্য অনেক ক্রেতা বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। আর তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী বৈদ্যুতিক গাড়ির মালিকদের অনেকেই আবার তেল ও গ্যাসে চলা ইঞ্জিনের গাড়ি ব্যবহার করতে চাচ্ছেন।