ভারতের রাজধানী দিল্লির আদালত গত ২০ জুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্তি দিয়েছিল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ইডি ওই নির্দেশের ওপর একটি স্থগিতাদেশের ব্যবস্থা করে।
পরে দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিন বাতিল করে। অন্যদিকে আদালত চত্বরেই কেজরিওয়ালকে নতুন করে গ্রেপ্তার করে সিবিআই। তারাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে মামলা করেছে।