নানা আঞ্চলিক ভাষা আর মানুষের মুখে মুখে প্রচলিত ভাষার কারণে প্রমিত বাংলা থেকে আমরা দূরে সরে যাচ্ছি না তো? এ বিষয়টিই ভাবিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একঝাঁক উদ্যমী তরুণকে। প্রমিত বাংলা ভাষার চর্চাটা আরও জোরালো করার একটা তাগিদ অনুভব করছিলেন তাঁরা। সেই তাগিদ থেকেই ২০০০ সালের ৭ সেপ্টেম্বর জন্ম নেয় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ’।
আবৃত্তি মঞ্চের সক্রিয় সদস্যের সংখ্যা ৩০ জনের বেশি, যাঁরা মূলত প্রমিত বাংলা উচ্চারণ ও কবিতা আবৃত্তি নিয়ে কাজ করেন। মাসে একাধিকবার মিলিত হয়ে সাংগঠনিক কাজ, বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তাঁদের অক্লান্ত পরিশ্রমেই ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়েছে আবৃত্তি মঞ্চের পরিচিতি।