‘মিথ্যা তথ্য’ দিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র নেওয়ার অভিযোগের ব্যাপারে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। আজ বুধবার কয়েকটি পৌরসভার ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ নিজের ও মা–বাবার নাম বদলে এনআইডি নিয়েছেন। তোফায়েল নিয়েছেন দুটি এনআইডি। একটি তানভীর আহমেদ তানজীল নামে, আরেকটি আসল নামে। হারিছ আহমেদ এনআইডি নেন মোহাম্মদ হাসান নামে। সাবেক সেনাপ্রধানের ভাইদের অসত্য তথ্য দিয়ে এনআইডি সংগ্রহের বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়।