বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ল এক যুবক, তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ দুই ঘণ্টা

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৫:৪৯

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন এক যুবক। এ অবস্থায় আশপাশের তিন উপজেলায় বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর টাওয়ার থেকে যুবককে নামানো হয়। এরপর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।


বুধবার সকাল ১০টার  দিকে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম আলমগীর হোসেন (২৮)। আলমগীর  ইটনা উপজেলার এলেংজুরী ইউনিয়নের মনজিল মিয়ার ছেলে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন। সকালে সবার অজান্তে বাড়ির সামনে হাওর সাঁতরে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানায়। খবর পেয়ে তাঁরা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম—তিন উপজেলার বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়। এরপর ইটনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us