যেসব কারণে সব ভুলে যাই

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৩:২৬

বিশেষ করে বয়স্কদের, অনেক সময় অপেক্ষাকৃত কম বয়সেও ভুলে যাওয়া রোগ দেখা দেয়। বলা হয়, ষাটোর্ধ্ব প্রতি ২০ জনে ১ জন ডিমেনশিয়া বা ভুলে যাওয়া রোগে ভোগেন। ভুলে যাওয়া কি আসলে কোনো রোগ?


ডিমেনশিয়া শুধু একা কোনো রোগের লক্ষণ নয়, এর সঙ্গে মস্তিষ্কের অন্যান্য কার্যক্ষমতা লোপ পাওয়ার লক্ষণও প্রকাশ পায়। ভাষা ও আচরণগত সমস্যা, ব্যক্তিত্বের সমস্যা, বুদ্ধিমত্তা লোপ, মনোবৈকল্য ইত্যাদি লক্ষণ ক্রমাগতভাবে দেখা দেয়। পর্যালোচনা করে দেখা গেছে, ডিমেনশিয়ার কিছু কারণ প্রতিকারযোগ্য এবং কিছু অপ্রতিকারযোগ্য।


কারণ



  • মস্তিষ্কের নিউরন শুকিয়ে যাওয়া (আলঝেইমার ও পারকিনসনস ডিজিজ)।

  • বারবার স্ট্রোক (মাল্টি–ইনফার্কট ডিমেনশিয়া)।

  • ভিটামিনের অভাব (ভিটামিন বি১২)।

  • মস্তিষ্কের সংক্রমণ (এইডস, নিউরোসিফিলিস)।

  • ব্রেইন টিউমার।

  • মাথায় আঘাত।

  • থাইরয়েড হরমোনের সমস্যা।

  • নরমাল প্রেশার হাইড্রোসেফালাস।

  • দীর্ঘমেয়াদি ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া।

  • জেনেটিক বা বংশগত কারণ।

  • মাদকাসক্তি (অ্যালকোহল, ইয়াবা সেবন)।

  • বিষণ্নতা ইত্যাদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us