১৪ বছরে ৯০ খুন, এই সব গ্রামে হত্যা মামলায়ও সমঝোতা হয়

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৩:১৫

২০১৪ সালের ৭ অক্টোবর। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের রত্নাট গ্রামে আওয়ামী লীগের দুই নেতার রাজনৈতিক বিরোধ থেকে প্রতিপক্ষের হামলায় খুন হন দুই ব্যক্তি—আলম শেখ (৫৪) ও মোনছের আলী (৫২)। এক দশক হতে চলল, সেই দুই খুনের মামলা এখনো নিষ্পত্তি হয়নি।


ঝিনাইদহ শহর থেকে শৈলকুপার বগুড়া বাজারের দূরত্ব ৩৪ কিলোমিটারের মতো। ৯ জুন বিকেলে বাজারটিতে গিয়ে পাওয়া গেল খুন হওয়া আলম শেখের ছেলে শিমুল শেখকে। বাবা যখন খুন হন, তখন তাঁর বয়স ছিল ২০ বছর। এখন ৩০। তিনি কৃষিশ্রমিক হিসেবে কাজ করে সংসার চালান।


পিতার খুনের বিচার হয়েছে কি না, জানতে চাইতেই শিমুল শেখ প্রথম আলোকে বললেন, বিচার হয়নি। ‘সমাজপতি’দের সালিসে ২০২০ সালে সমঝোতা হয়েছে। তাঁরা পেয়েছেন ছয় লাখ টাকা। বিচার যে হবে না, সেটা তাঁরা জানেন। মেনেও নিয়েছেন। মেনে নিতে বাধ্য হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us